1. sm.khakon@gmail.com : bkantho :
দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, পালিয়েছে হাজারো মানুষ - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, পালিয়েছে হাজারো মানুষ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে
দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, পালিয়েছে হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এদিকে দমকলকর্মীরা বৃহস্পতিবার দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

এ অঞ্চলে তাপপ্রবাহের শেষ দিনে বুধবার সন্ধ্যায় সেখানে এ দাবানলের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ক্যালিফোর্নিয়া বন বিভাগ এবং ফায়ার প্রোটেকশন (ক্যালফায়ার) আগুন নিয়ন্ত্রণে ১ হাজার ১৫০ জনেরও বেশি কর্মী মোতায়েন করেছে।

ক্যালফায়ার জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৯৪৯ একর (৫০,৫৬৫ হেক্টর) এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ ওই এলাকা থেকে নিরাপদ স্থানে চলে গেছে।

দাবানলের হুমকির মধ্যে থাকা চিকো শহর প্যারাডাইস শহরের মাত্র ১২ মাইল (২০
কিলোমিটার) পশ্চিমে অবস্থিত। ২০১৮ সালে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ায় শহরটি একেবারে পুড়ে গিয়েছিল।

ক্যালফায়ার জানায়, এ দাবানলের কারণ তদন্তাধীন রয়েছে।
সূত্র : এএফপি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD