যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সব আসনের ফল না এলেও ইতোমধ্যেই নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে বিরোধী লেবার পার্টি। এর মানে স্যার কিয়ের স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
নিজের আসনে জয়ের পর স্টারমার বলেন, ‘পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই… এটা আমাদের জন্য দেয়ার সময়।’
প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন। তিনি স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ এবার প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন। এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। জর্জ গ্যালাওয়ে নিজের আসনে হেরে গেছেন।
স্কটিল্যান্ডে কনজারভেটিভ পার্টির নেতা ডগলাস রস তার আসনে পরাজিত হয়েছেন। তার বিরুদ্ধে জিতেছেন লিবারেল ডেমোক্র্যাটিক প্রার্থী সিমাস লগান।
এখন পর্যন্ত ৫৩৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৩৬৭ আসনে জয় পেয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ৮৫ আসনে। ৫১ আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন।
সূত্র : বিবিসি ও অন্যান্য
Designed by: Sylhet Host BD
Leave a Reply