বিশেষ প্রতিনিধি,যুক্তরাষ্ট্র || এলায়েন্স অব সেভেন কান্ট্রি সাউট এশিয়ান আমেরিকান লেবার চ্যাঁপ্টার (আসাল) এবার মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটির ৩ কর্মকর্তাকে ‘মিউনিসিপ্যাল লিডারশিপ’ এওয়ার্ড এ ভূষিত করলো. এওয়ার্ড প্রাপ্তরা হলেন, হেমট্রামিক সিটি ম্যানেজার কেথালিন এঙ্গার, সংশ্লিষ্ট সিটি পুলিশ চিফ এন ময়েস ও সিটি ক্লার্ক রানা ফেরাস.
সংশ্লিষ্ট চ্যাপ্টারের সভাপতি ডক্টর এমডি রাব্বী আলম মঙ্গলবার সন্ধ্যায় ওই সিটির কাউন্সিল অফিসে অনুষ্ঠিত মিটিং পরবর্তী আনন্দঘন এক পরিবেশে ওই এওয়ার্ড তুলে দেন .
এসময় সিটির মেয়র আমির বদর গালিব আসালের সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিটিজ ড. এমডি রাব্বী আলম সহ অন্যান্য নেতৃবৃন্দকে ওই এওয়ার্ড প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংগঠনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, গত ১৩ই ফেব্রুয়ারী রীমেস রেস্টুরেন্টে আযোজিত এক অনুষ্ঠানে তিনি ও বাংলাদেশী- ইয়েমেনি ১১ জন সহ আরো বিশিষ্ট ব্যক্তিদেরকে লিডারশিপ এওয়ার্ড প্রদান ও ডিনার করিয়ে যেমন মহৎ কাজ করেছেন, তেমনি একইভাবে আজও মিউনিসিপ্যাল এওয়ার্ড সিরিমনি দিয়ে আগামীদিনে কমিউনিটি সহ নানান পর্যায়ে কাজ করতে এসব ব্যক্তিদেরকে উৎসাহ সৃষ্টি করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো
আসাল. এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশী বংশোভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ও সংশ্লিষ্ট সিটি কাউন্সিলের কাউন্সিলম্যান নাঈম চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলম্যান, সিটি সেইফটি পুলিশ কর্তাগণ. এছাড়াও উপস্থিত ছিলেন, মিশিগান যুক্তরাষ্ট্রের ডিজিটাল চ্যানেল জনকণ্ঠের প্রতিনিধি ও আসাল এক্সিকিউটিভ বডির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিন, কমিউনিটি এক্টিভিজ হাসান আরিফ, আসাল পলিটিক্যাল ডাইরেক্টর ইব্রাহিম আল জাহিম, অনারারী কনস্যুল লিন ব্লাসী ।
Leave a Reply