বারেন্টস সাগরে ব্রিটেনকে মাছ ধরতে নিষেধাজ্ঞা দিল রাশিয়া। রাশিয়ার সঙ্গে একটি চুক্তি অনুযায়ী উত্তর মেরুর কাছে থাকা বারেন্টস সাগরে ব্রিটিশদের মাছ ধরার অনুমোদন ছিল রাশিয়া, তবে এবার ওই চুক্তি বাতিল করেছে রাশিয়া। দেশটি জানিয়েছে ১৯৫৬ সালে হওয়া ওই চুক্তি ছিল একপাক্ষিক এবং এ থেকে রাশিয়ার কোনো লাভ হয়নি। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিটেন এখন রাশিয়ার বিরুদ্ধে প্রাকাশ্যে অবস্থান নিয়েছে। তাই শাস্তি হিসেবে ব্রিটিশদের জন্য বারেন্টস সাগরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে রাশিয়া।
ব্রিটেনের স্কাই নিউজ জানিয়েছে, রাশিয়া যদি শেষ পর্যন্ত এই চুক্তি বাতিল করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে ব্রিটেন। দেশটি রাশিয়ার বিরুদ্ধে খাদ্যকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করার অভিযোগ এনেছে। রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এরইমধ্যে দেশটির কৃষি মন্ত্রণালয় ব্রিটেনকে এই সমুদ্র থেকে নিষিদ্ধ করতে একটি আইনের খসড়া দাখিল করেছে। ওই সমুদ্রটি কড ও হ্যাডক মাছের জন্য বিখ্যাত। স্কাই নিউজ আরো জানিয়েছে, ব্রিটিশরা যত কড ও হ্যাডক ফিস খায় তার ৪০ শতাংশই আসে রাশিয়ার ওই সমুদ্রাঞ্চল থেকে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয়ার জবাব হিসেবে এবার এই পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া।
ব্রিটিশ ফিশ ফ্রাইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্ডো ক্রক বলেন, গত দুই বছর ধরে ব্রিটেনে মাছের দাম বেড়েই চলেছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে এমনিতেই ব্রিটেনে মাছ কম আসছে। তারমধ্যে রাশিয়ার এমন নিষেধাজ্ঞায় ব্রিটেনে মাছের সংকট তৈরি হতে পারে। রাশিয়ার ‘অল-রাশিয়ান অ্যাসোসিয়েশন অব ফিশারিস’ এর প্রেসিডেন্ট জার্মান জাভেরেভ বলেন, ১৯৫৬ সালের ওই চুক্তিটি ছিল একপাক্ষিক। এই চুক্তির বিপরীতে রাশিয়া কোনো সুবিধা পায় না।
Designed by: Sylhet Host BD
Leave a Reply