1. sm.khakon@gmail.com : bkantho :
ব্রিটিশ বাংলাদেশি ইরন মিয়া হত্যাকান্ডে এক বাঙ্গালীসহ তিনজন দোষী সাব্যস্ত - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

ব্রিটিশ বাংলাদেশি ইরন মিয়া হত্যাকান্ডে এক বাঙ্গালীসহ তিনজন দোষী সাব্যস্ত

মতিয়ার চৌধুরী, লন্ডন
  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

পুর্ব লন্ডনের  বাসিন্দা  ৪০ বছর বয়সী ইরন মিয়াকে নিজ ঘরের সামনে মাথায় গুলি করে হত্যার দায়ে  এক ব্রিটিশ বাংলাদেশিসহ তিন জনকে দোষী সাব্যস্ত করেছে লন্ডনের ওল্ডবেইলী আদালত । আদালতে ডেগেনহামের বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশী মোহাম্মদ মোশার আলী (৩১), ইলফোর্ডের আন্তোনিও অ্যাফ্লিক-ম্যাকলিওড (৩২) এবং ফুলহামের অ্যারন ক্যাম্পবেলকে (৩২) দোষী সাব্যস্ত করা হয়। আগামীকাল ১৬ জানুয়ারি তাদের সাজা ঘোষণা করা হবে। দোষী তিন  আসামীর  ব্যবহৃত অস্থায়ী এবং নতুন নম্বরের সূত্র ধরে গোয়েন্দারা  তাদের সংশ্লিষ্ঠতা  প্রমান করতে সক্ষম হয়।

হত্যাকাণ্ডে ভুয়া নম্বরপ্লেট লাগানো একটি গাড়ি ব্যবহৃত হয়। গোয়েন্দা পুলিশ আদালতকে জানিয়েছে হত্যার আগের দিন বার্কিং-এর মুভার্স লেনের একটি কনভেনিয়েন্স স্টোর থেকে এক ব্যক্তি একটি সিম কার্ড কিনেছিলেন। অফিসাররা সিসিটিভি ফুটেজ থেকে অ্যাফ্লিক-ম্যাকলিওডকে তার ঘাড়ে একটি ট্যাটু দ্বারা শনাক্ত করেন।

ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর ডেভিড উইলিয়াম বলেছেন, ইরন মিয়ার পরিবার যাতে তাদের প্রাপ্য ন্যায়বিচার পেতে পারে তা নিশ্চিত করতে আমরা দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। একটি আবাসিক এলাকায় এটি ছিল পরিকল্পিত ও নৃশংস হত্যাকান্ড। দোষী সাব্যস্ত তিন ব্যক্তির নিঃসন্দেহে জেলে একটি দীর্ঘ সময় কাটাতে হবে।

আমরা ইরন মিয়ার পরিবারের প্রতি সমবেদনা  জানাতে চাই, যারা তাদের প্রিয়জনকে হারানোর বেদনা  নিয়েও তদন্তে আমাদের  সহায়তা করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ নভেম্বর পূর্বলন্ডনের বাঙ্গালী অধ্যুসিত টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েল এলাকার নেলসন স্ট্রিটে গুলিবিদ্ধ হয়ে দুই দিন পরে হাসপাতালে মারা যান ইরন মিয়া। গোয়েন্দারা মোবাইল ফোনের সূত্র ধরে খুনিদের শনাক্ত করে। গত মঙ্গলবার (৯ জানুয়ারি) অভিযুক্তদের লন্ডনের ওল্ড বেইলি আদালতে তুলে বিচারের মুখোমুখি করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD