ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে, সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে তিনি এ উদ্বেগ জানান।
বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেয়া হয়েছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি।
পিটার হাস আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত।
এদিকে গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র।
এক প্রশ্নের জবাবে তিনে বলেন, আমরা অব্যাহতভাবে বলে আসছি যে আমরা বিশ্বাস করে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও উন্মুক্ত নির্বাচন হওয়া উচিত এবং তা হওয়া উচিত সহিংসতামুক্তভাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply