নিস্তব্ধ নিশুতির বিশেষ মুহূর্তেও
চৈতালির দমকা হাওয়ার মতোই
তুমি এসে দোলা দিয়ে যাও।
কখনো কখনো কালবৈশাখীর তান্ডবে
অবুঝ হৃদয়ের নরম আঙ্গিনা
লন্ডভন্ড করে দিয়ে যাও।
অথচ তুমি তার কিছুই জানো না
তুমি জানতেই চাওনি কখনো,
আমার প্রতিটি নির্ঘুম দীর্ঘ রাতও
আচমকা ছোট হয়ে যায়;
যখনি আমার ভাবনায় চাঁদের-
পালকিতে এক মুঠো অবাক
জোছনা নিয়ে তুমি পাশে দাঁড়াও।
এই আমার জন্য তোমার অনেক মায়া
সে আমার জানা হয়ে গেছে,
আঠারো বছর আগের তোমার সেই দৃষ্টিবাণ
ক্লান্ত গোধূলিতে নীড়ে ফেরা শ্বেত শুভ্র
বলাকা যুগল মনে করিয়ে গেছে।
তবে কেনো দারুণ অবহেলা আর
চিতার আগুনে আমাকে পোড়াও??
Leave a Reply