1. sm.khakon@gmail.com : bkantho :
বুবলী-তাপসের প্রেমের খবরে তোলপাড় - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

বুবলী-তাপসের প্রেমের খবরে তোলপাড়

Reporter Name
  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে
বুবলী-তাপসের প্রেমের খবরে তোলপাড়

চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলীর সাথে গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের প্রেমের খবরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক আইডিতে তাপস-বুবলীর এই প্রেমের খবরটি পোস্ট করা হয়।

গত শুক্রবার রাতে মুন্নির আইডি থেকে দেয়া ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়, ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, আমারটাও সেভাবে ভাঙছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্তঃসত্ত্বা হয়েছেন। এখন তার লক্ষ্য তাপস। এমন যদি আমার সাথে কিছু হয়ে থাকে তাহলে এর সম্পূর্ণ দায়ভার তাপস ও বুবলীর।’

মুহূর্তেই তা ভাইরাল হয় নেট দুনিয়ায়। কিন্তু স্টাটাস দেয়ার কিছুক্ষণ পর তা আবার ফেসবুক ওয়াল থেকে ডিলিট করে দেয়া হয়। এ ঘটনায় গতকাল দুপুরে আরেকটি স্ট্যাটাস দেয়া হয় মুন্নীর আইডি থেকে। এতে আগের স্ট্যাটাসের প্রসঙ্গে মুন্নী জানান, তার ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি দেয়া হয়েছিল।

মুন্নী আরো লেখেন, আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেয়া হয়েছে, যা আপনারা সবাই দেখেছেন। আমার প্রোফাইলটি হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে।

কিন্তু তার পরও এখন মিডিয়া পাড়ায়ও তাপস-বুবলীর প্রেমের খবর ও মুন্নীর স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা চলছে। তাতে কেউ কেউ প্রশ্ন তুলেন, আইডি হেকড হলে স্টাটাস মুছে দেয়া হলো কিভাবে?

তবে ফারজানা মুন্নীর এ ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে বুবলী গণমাধ্যমকে বলেন, ‘আসলে সত্যি কথা বলতে কি, এসব নোংরা ষড়যন্ত্র আর কত শুনব। সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম যা বলতেও এখন রুচি হচ্ছে না। এটা কোনো কথা। আপনারাই বলেন! শুনেছি হ্যাকাররা নাকি ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল।’
বুবলীর ভাষ্য, ‘আমি জানি একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় বিভিন্নভাবে নোংরামি শুরু করেছে বেশ কিছুদিন ধরে। অতীতেও তারা এসব করত- এরা এমনটাই করে যাবে।’

তিনি আরো বলেন, ‘আমি যেই টিএম ফিল্মসের সাথে ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি তখনই সেখানে পরিবেশ নোংরা করার পুরনো পাঁয়তারা চলছে। তাপস ভাই আর মুন্নি আপুকে সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দু’জন অত্যন্ত শিল্পমনা মানুষ।’

মুন্নীর সাথে পরিচায় প্রসঙ্গে বুবলী বলেন, ‘তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সাথে আমার পরিচয় হয়েছিল মরহুম সালমান শাহর একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু পরামর্শ দিয়ে থাকেন। আমাকে অনেক স্নেহ করেন ভাইয়া আর আপু দু’জনেই। আমার পরিবারের মতো অনেক গুরুত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্কে নিয়ে যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD