“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক বিপুল ভূষন রায়, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, এসআই অমিতাব, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, শাহজাহান মিয়া,
কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জি, নুপুর কুমার দেব, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি এস এম খলিলুর রহমান রাজুসহ, বিভিন্ন জনপ্রতিনিধি, অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply