1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর ) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, দুপ্রক’র বানিয়াচং উপজেলা সভাপতি বিপুল ভূষন রায়, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল, শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া, আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমদ, মাসুদ কোরানী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, আহাদ মিয়া, সাদিকুর রহমান, জয় কুমার দাশ, মিজানুর রহমান, শেখ শামছুল হক, কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জী প্রমুখ। এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, উপজেলায় আইন-শৃঙ্খলার উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি রাজনীতির নামে সহিংসতা কারীদের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন। এছাড়া কোন নিরপরাধ লোক যাতে মামলার কারণে হয়রানীতে না পড়ে তা মামলা রেকর্ড করার পূর্বে অফিসার ইনচার্জকে যাচাই করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন, বাজারে প্রতিটি পণ্যের মূল্য জানা ভোক্তাদের অধিকার, তাই মুদি ব্যসায়ী, সব্জি ব্যবসায়ীসহ সকলকে পন্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখতে হবে।

অন্যতায় মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া সভায় বাজারদর নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেছেন, জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমরা সবাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ইয়াবাসহ যেকোন মাদক ব্যাবসায়ী অথবা সেবনকারীর সম্পর্কে তথ্যদিন মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পরে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD