“আপনার হাতের নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯ ঘটিকায় সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বানিয়াচং উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, সহাকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ব্র্যাকের ম্যানেজার-আইডিপি উম্মে হাবিবা, এরিয়া ম্যানেজার হামিদা আক্তার,
আবুল কালাম আজাদ, আইডিপি বাংলাদেশ’র জেলা বিজনেস অফিসার মোঃ রুকুনুজ্জামান, উপজেলা ফ্যাসিলেটর হ্যাপী আক্তার, সুরভী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব চন্দ, সহকারী শিক্ষক শফিউল খান মুছাসহ শিক্ষক বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষক শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন, বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস হচ্ছে বিশ্ব হাতধোয়া দিবস ।
প্রতি বছর এই দিনটিতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও হাত ধোয়া দিবসটি পালিত হয়ে থাকে। মূলত জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যেই এই দিবসটি পালিত হয়ে থাকে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply