হবিগঞ্জের লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ” শেখ রাসেল দিবস ২০২৩” পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনিক চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং রেলী বের করা হয়।
পরে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে পঃপঃ কর্মকর্তা গৌতম রায়ের পরিচালনায় ও উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এর সভাপতিত্বে শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন , মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, গাজী শাহাজান চিশতী, নূরুল ইসলাম, আব্দুল আহাদ, নূরুল আমিন প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply