হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন করা হয়েছ। এ উপলক্ষে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা পরিষদ সবাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাস, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব, শিক্ষিকা সাধনা রাণী সূত্রধরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলেছেন, জন্মের পর জন্মনিবন্ধন করানো এবং সুন্দর একটি নাম রাখা শিশুর অধিকার। সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে।
নিবন্ধন লিপিবদ্ধ করার সময় উদ্যোক্তাদের নিখুঁত ও নির্ভুল ভাবে কাজটি করতে হবে। বর্তমান সরকার জন্ম-মৃত্যু নিবন্ধন ডিজিটালাইজ করে জনগণের দোরগোড়ায় নিবন্ধন সেবা পৌঁছে দিয়েছেন। আমাদের সকলকে সেবাটি সচেতনতার সহিত গ্রহন করতে হবে।
Leave a Reply