নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রোকনপুর হাওরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৬ অক্টোবর বেলা দেড়টার দিকে বাহুবলের সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের হাওরে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা রোকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদ এর পুত্র মোঃ ছাদি মিয়া(৪৮)শুক্রবার দুপুরে স্থানীয় হাওরে কাজ করতে যায়।বেলা দেড়টার দিকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতের আঘাতে হাওরেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছাদি মিয়ার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেন গ্রামের সাবেক মেম্বার আবুল কালাম।
Leave a Reply