নবীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন অনুপম দাস অনুপ। গত ২ অক্টোবর সোমবার বিকেলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ অনুষ্ঠানিক ভাবে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
সিলেট জেলার গোয়াইঘাটের কৃতি সন্তান অনুপম দাস অনুপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবন শেষ করেন। পরবর্তীতে তিনি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন।
পরবর্তিতে ৩৫ তম ব্যাচের বিসিএস পরীক্ষায় তিনি প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে চট্টগ্রামে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন । পরে তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার ভুমি হিসাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি শেরপুর জেলায় সিনিয়র কমিশনার হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন শেষে সিলেট বিভাগীয় কমিশনার অফিসে যোগদান করেন।
গত ২২ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুপম দাস অনুপকে পদায়ন করেন। নবাগত নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ দায়িত্ব পালনে নবীগঞ্জের সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply