আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বানিয়াচংয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“পরিবর্তন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যে শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বানিয়াচং সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউএনও অফিসের প্রশাসনিক অফিসার মহিবুর রহমান, উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, শিক্ষক সাধনা রাণী সূত্রধর প্রমুখ। এছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply