1. sm.khakon@gmail.com : bkantho :
কুরআনের অবমাননা ঠেকাতে গিয়ে সুইডেনে গ্রেফতার ১৫ - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

কুরআনের অবমাননা ঠেকাতে গিয়ে সুইডেনে গ্রেফতার ১৫

ডেস্ক নিউজ
  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ বার পড়া হয়েছে
কুরআনের অবমাননা ঠেকাতে গিয়ে সুইডেনে গ্রেফতার ১৫

সুইডেনে পবিত্র কুরআনের অবমাননা ঠেকাতে গিয়ে রোববার অন্তত ১৫ জন গ্রেফতার হযেছেন। ইরাকি উদ্বাস্তু সালওয়ান মমিকার রোববার বিপুলসংখ্যক মুসলিমের বসবাসের স্থান মালমুর ভার্নহোমেটোরগেট এলাকায় কুরআন অবমাননা প্রতিরোধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন তারা।

জানা গেছে, প্রায় ১০০ বিক্ষোভকারী পুলিশ ও মমিকার দিকে পাথর ও বোতল নিক্ষেপ করে। উল্লেখ্য, স্টকহোমে বসবাসরত মমিকা প্রবলভাবে ইসলামবিদ্বেষী। তিনি পুলিশের সুরক্ষায় আগেও কয়েকবার পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত করেছিলেন।

লোকজনের প্রতিরোধের মুখে পুলিশ মমিকাকে সরিয়ে নিয়ে যায় এবং ১৫ বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
মালমোর পুলিশ জানায়, ঘটনাস্থলে এখনো বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে।

ডেনমার্কের পাশাপাশি সুইডেনেও পুলিশ পাহারায় পবিত্র কুরআনের অবমানননার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অতিউগ্র স্ট্র্যাম কার্স (হার্ড লাইন) নেতা এবং সুইডিশ-ড্যানিশ রাজনীতিবিদ রাসমাস পালুদান গত বছরের ইস্টারের সময়সহ বিভিন্ন পর্যায়ে মালমো, নরকোপিং, জোনকোপিং ও স্টকহোমের মতো সুইডিশ নগরীতে পবিত্র কুরআনের কপিতে আগুন দিয়েছেন।

এছাড়া ২১ জুন তিনি সুইডেনে তুর্কি দূতাবাসের বাইরে কুরআনে অগ্নিসংযোগ করেন।
এর এক সপ্তাহ পর স্টকহোকে ঈদুল আজহার সময় একটি মসজিদের বাইরে কুরআনের কপিতে আগুন দিয়ে শিরোনামে আসেন মমিকা।

তিনি এরপর আরো কয়েকবার একই কাজ করেন।

সূত্র : ডেইলি সাবাহ

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD