1. sm.khakon@gmail.com : bkantho :
নৌকার বিজয় হলে উন্নয়নের বিজয় : এমপি মিলাদ গাজী - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

নৌকার বিজয় হলে উন্নয়নের বিজয় : এমপি মিলাদ গাজী

উত্তম কুমার পাল হিমেল,(নবীগঞ্জ)হবিগঞ্জ
  • রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
নৌকার বিজয় হলে উন্নয়নের বিজয় : এমপি মিলাদ গাজী
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দূর্গাপুর সহ ৬টি গ্রামের আয়োজনে কুশিয়ারা নদীতে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা শনিবার ২ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করতে নদীর দুই পাড়ে সমাগম ঘটে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ।
দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনিতে বৈঠার তালে তালে অনন্য ঢেউ খেলে কুশিয়ারা নদী তীরের মানুষের মধ্যে। ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে নদীতে।
সুনামগঞ্জ হবিগঞ্জের সীমান্তবর্তী নদী হওয়ার কারনে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন দূরদূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৮টি নৌকা অংশ করে। বিজয়ীদের ফ্রিজ, টিভি ও টেবিল ফ্যান পুরষ্কার দেয়া হয়।
প্রতিযোগীতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও এডভোকেট মুজিবুর রহমান কাজল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এড: গতি গোবিন্দ্র দাশ, জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য ডা: শাহ আবুল খায়ের। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হক।
এতে সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন নুরুল আমিন, আকুল মিয়া,আখদ্দুছ আলী, আলাউদ্দিন,সাংবাদিক আলীহোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলাদ গাজী বলেন, নৌকার বিজয় হলে উন্নয়নের বিজয় হবে নৌকা বাইচ আমাদের ঐতিহ্যযবাহী আনন্দদায়ক একটি প্রতিযোগিতা। নৌকা বাইচ আপনারা আবার আয়োজন করবেন সর্বাত্তর সাহায্য সহযোগিতা করব। কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধের জন্য ইতিমধ্যে এক অংশের কাজ করেছি আশা করছি এদিকেও কাজ করা হবে নদী ভাঙ্গন রোধ করা হবে।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগীতা দুপুর ২টা থেকে শুরু হয় এবং সন্ধ্যার পূর্ব পর্যন্ত চলে, এতে প্রথম স্থান অর্জন করে মৌলভীবাজার জেলার রাজনগর থানার শাহ্ মোস্তফা তরী, ২য় স্থান অর্জন করেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পাবন তরী নৌকা৷

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD