রৌমারি বিলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ১৮ আগস্ট শুক্রবার বিকেলে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ১৯ আগস্ট দুপুর দুইটার দিকে উদ্ধার করেছে ধমকল বাহিনীর একটি দল।
ঘটনাটি ঘটেছে-জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী রৌমারি বিলে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জামালপুরের গ্রুপ লিড়ার সরোয়ার হোসেন জানান- আমাদের একটি দল২০/ ২২ঘন্টা অভিযান পরিচালনা করে দুপুর ২ টার দিকে ছোট ডেঙ্গি নৌকায় থাকা কযেকজন চোখে অর্ধ ভাসিত মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে আমরা ছুটে গিয়ে নৌকায় তুলি। সাংবাদিক,পুলিশের একটি দল সেখানে হাজির হলে মরদেহ উদ্ধার করে পাড়ে নিয়ে আসি।
মৃত সৌহার্দ এর ভাই সৌরভ জানান- আমার ভাই গত কাল বন্ধুদের সাথে ঘুরতে এসে নিখোঁজ হয়েছে ফায়ার সার্ভিসের লোক খোজে বের করতে পারলোনা।অন্য মানুষ মরদেহ খোঁজে পেলো।
মৃত স্কুল ছাত্র জামালপুর শহরের জিগাতলা প্রফেসর শাহজাহানের পুত্র সৌহার্দ (১৬)।
উল্লেখ্য যে- এই রৌমারি বিলে এ নিয়ে দুই জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এলাকার কয়েকজন সূধী আক্ষেপ করে বলেন বিকেল বেলায় যুব- যুবতী, কিশোর কিশোরীদের উপচেপড়া ভিড়ে চোখ জ্বলসে যাওয়ার মতো।
বিলে থাকা ভ্রমনের জন্য ব্যবহৃত নৌকা ঘন্টায় ১ হাজার, স্পিডবোড মিনিটে জনপ্রতি ২ শ করে ভাড়ায় চলে। রিজার্ভ নৌকায় পর্দা লাগিয়ে নদীর ভিতরে চলে অনৈতিক কাজ আর সন্ধ্যায় মাদক ও ভাসমান জোয়ার রমরমা ব্যবসা।
এই রৌমারি বিলে সুন্দর মনোরম পরিবেশ দেখতে ভালো লাগলেও এখন এটাকে কেন্দ্র করে শত শত যুব – যুবতীর সর্বনাশ হচ্ছে প্রতিনিয়ত। প্রশাসন সরব ভূমিকায় উদ্দিগ্ন এলাকাবাসী ও সচেতন মহল।
Leave a Reply