1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচং-হবিগঞ্জ সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন এমপি মজিদ খান - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

বানিয়াচং-হবিগঞ্জ সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন এমপি মজিদ খান

হবিগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে
বানিয়াচং-হবিগঞ্জ সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন এমপি মজিদ খান

বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ১৮ কিলোমিটার রাস্তার চলৃমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

এ সময় নির্ধারিত ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী দ্রুত কাজ শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি। শনিবার (১৯ আগস্ট) দুপুরে পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল,

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী দুলাল মিয়া,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, এমপি আব্দুল মজিদ খানের ব্যক্তিগত সহকারী মোঃ সেলিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক রফিকুল হাসান চৌধুরী রিপন প্রমুখ।

পরে হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সল সড়কে চলমান কাজের যাবতীয় তথ্যাদি উপস্থিত সকলকে অবগত করেন। এর মধ্যে ১৫ কিলোমিটার মেরামত, ৩ কিলোমিটার নতুনভাবে নির্মাণ ও গাইড ওয়াল নির্মান করা হবে। এবং প্রতিটি কাজ ৩ বৎসর মধ্যে ভেঙ্গে গেলে ঠিকাদারী প্রতিষ্ঠান মেরামত করে দেয়ার বাদ্যবাধকতা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

২২ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সড়ক বিভাগের অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মোস্তফা কামাল ও জামান এন্টার প্রাইজ চলমান মেরামত কাজ বাস্তবায়ন করছে।

এসময় সড়কের দুটি স্থানে কাজের ধরণ, সম্পুর্ণ ব্যয়, ঠিকাদারী প্রতিষ্ঠানের নামসহ যাবতীয় তথ্য সম্বলিত বোর্ড স্থাপনের সিদ্ধান্ত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD