সৎসঙ্গ বাংলাদেশ পাকুটিয়া টাঙ্গাইল কেন্দ্রীয় মন্দিরে সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য এসপিআর এবং যুগ্ম সম্পাদক শ্রী সুব্রত আদিত্য এসপিআর ভ্রাত্বদ্বয় এর মমতাময়ী মাতা বিজয় লক্ষী আদিত্য দেবীর শ্রাদ্ধানুষ্টানে ১০ আগষ্ট বৃহস্পতিবার পাকুটিয়া টাঙ্গাইল সৎসঙ্গ বিহার মন্দিরে অনুষ্ঠিত হয় ।
ধর্মীয় বিধানমতে বৃষোৎসর্গ শ্রাদ্ধানুষ্টান সম্পন্ন হয়। অনুষ্টানে সারা বাংলাদেশের জেলা উপজেলা থেকে সহস্রাধিক সৎসঙ্গের নের্তৃবৃন্দ উপস্থিত হয়েছেন। হবিগঞ্জ থেকে নিশিকান্ত দাশ এসপিার,সৎসঙ্গ বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক সুনীল চন্দ্র দাশ,নবীগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,
হবিগঞ্জ জেলা উৎসব কমিটির সাধারন সম্পাদক এডভোকেট অর্জুন চন্দ্র রায়,আজিমিরীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র চক্রবর্ত্তী,আশীষ দেব, (স্বস্ত্যয়নী),যোগেন্দ্র দাস (সস্ত্যয়ন)।
Designed by: Sylhet Host BD
Leave a Reply