1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন

বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০জুলাই) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা আওয়ামীলীগ নেতা বিপুল ভ’ষন রায়, শাহনেওয়াজ ফুল, শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, আনোয়ার হোসেন, এরশাদ আলী, ফরিদ আহমদ, মাসুদ কোরানী মক্কী, মঞ্জু কুমার দাশ, আহাদ মিয়া, সাদিকুর রহমান, শেখ শামছুল হক, কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জী প্রমুখ।

এছাড়া উপজেলা ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, মহিলা বিষয়ক অফিসার নুসরাত জাহান, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেবসহ আইন-শৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পদ্মাসন সিংহ বলেছেন প্রশাসনের কর্মকর্তা, অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ সকলের মধ্যে সমন্বয় থাকতে হবে।

১৫ ইউনিয়ন নিয়ে গঠিত আয়তনের দিক থেকে বড় এ উপজেলার আইন-শৃঙ্খলার উন্নতি করতে সমন্বয়ের বিকল্পনেই। সামনে জাতীয় নির্বাচন বানিয়াচং উপজেলার কোথাও যেনো কোন ধরণের সহিংসতা না হয় সে দিকে সকলকে নজর দিতে হবে। এছাড়া বানিয়াচং-নবীগঞ্জ সড়কে সিএনজি ড্রাইভারদের দ্বন্দ্ব দ্রুত সমাধান করা, বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগরদিঘির পশ্চিম পাড়ে ভ্রমণপিপাসুদের বিনোদনের জন্য পার্ক স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, বানিয়াচং রেজিস্ট্রি অফিসে একই মৌজার ভূমি ক্রয় বিক্রয়ের সময় ভিন্ন ভিন্ন চার্জ নেওয়া হয়। ফলে জমি ক্রয় বিক্রয় করতে আসা লোকজনের মধ্যে প্রতিনিয়ত বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

তিনি জনগণের সুবিধার্থে সকল প্রকার ক্রয় বিক্রয় করতে সরকারি চালান, মোহরার খরচসহ যাবতীয় খরচের তালিকা উন্মোক্ত স্থানে টানানোর ব্যবস্থা করতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতিকে অনুরোধ জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD