1. sm.khakon@gmail.com : bkantho :
নবীগঞ্জে শাবি'র প্রয়াত ভিসি হাবিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

নবীগঞ্জে শাবি’র প্রয়াত ভিসি হাবিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

উত্তম কুমার পাল হিমেল,(নবীগঞ্জ)হবিগঞ্জ
  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে
নবীগঞ্জে শাবি'র প্রয়াত ভিসি হাবিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
নবীগঞ্জের কৃতি সন্তান সিলেট  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ভিসি প্রফেসর হাবিবুর রহমানের ১৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই)  দুপুরে নবীগঞ্জ শহরের নুরানি মার্কেটস্থ মরহুমের বাস ভবনে কোরআন খতম ও মদিনা মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত  ও তোবারক বিতরণ করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ  তথা বৃহত্তর সিলেট বিভাগের  কৃতি সন্তান ভিসি হাবিবুর রহমান ২০০৬ সালের ২৭ জুলাই ইন্তেকাল করেন ।
কর্মজীবনে তিনি  ১৯৯৭ সালের ২০ জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তিনি শাবিতে প্রফেসর পদে যোগদানের পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।  ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।
১৯৮৯ সালে  রাবিতে প্রফেসর পদে নিয়োগ লাভ করেন। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল। এক পর্যায়ে তিনি রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। বর্ণাঢ্য জীবনের অধিকারী  প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান  ১৯৪২ সালে নবিগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।
তাঁর ছোট ভাই আনোয়ারুর রহমান বাউসা ইউপি ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।  সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের পূর্বে তিনি শাবির প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের প্রফেসর, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও ডিনের দায়িত্ব পালন করেন।
প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ২০০২ সালে শাবি থেকে অবসর গ্রহণের পর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগদান করেন। মৃত্যুর পূর্বপর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৬ সালে ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য,প্রয়াত উপাচার্য প্রফেসর হাবিবুর রহমানের সুযোগ্য সন্তান এনামুল হাবিব অতিরিক্ত সচিব হিসেবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD