জামালপুররে গোসল করতে গিয়ে দুই চাচাত বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে সদর উপজেলার পিংগলহাট এলাকায়।
পানিতে পড়ে মৃতরা হলো নারিকেলি প্রিক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী শুকরিয়া (৭) । তার পিাতার নাম সাদ্দাম হোসেন। অপরজন এরশাদ হোসেনের মেয়ে স্থানীয় মদিনা কিন্ডারগার্টেন মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী আতিয়া(৭) ।
সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহনেওয়াজ জানান-খেলার ছলে শিশুরা পানিতে গোসল করতে গিয়ে মারা যায়। তাদেরকে জামালপুর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
Leave a Reply