1. sm.khakon@gmail.com : bkantho :
সরকারের একদলীয় রাষ্ট্র কায়েমের সাধ কোনোদিন পূরণ হবে না : মির্জা ফখরুল - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

সরকারের একদলীয় রাষ্ট্র কায়েমের সাধ কোনোদিন পূরণ হবে না : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে
সরকারের একদলীয় রাষ্ট্র কায়েমের সাধ কোনোদিন পূরণ হবে না : মির্জা ফখরুল

বর্তমান সরকার দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তবে তাদের এই সাধ কোনোদিন পূরণ হবে না।শুক্রবার (২১ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুরুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয়াসহ ভবনে প্রবেশের সময় পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে আহত করে।

পুলিশের বেধড়ক লাঠিচার্জে নুরুল হক নুরসহ আহত নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বরের মধ্যরাতের মহাভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে এখন মাঠে নেমেছে।

আর এজন্য বিরোধী দলের নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী আতঙ্কের বিস্তার ঘটাচ্ছে, যাতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে সাহসী না হয়।

নুরুল হক নুরুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ভবনের মালিকপক্ষ কর্তৃক তালা লাগিয়ে দেয়াসহ ভবনে প্রবেশের সময় পুলিশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জন নেতাকর্মীকে আহত করার ঘটনায় আবারো প্রমাণিত হলো বর্তমান স্বৈরশাহী দেশে বিরোধীদলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর।

তবে তাদের এই সাধ কোনোদিন পূরণ হবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা বহু মত, পথ ও বিশ্বাসের ঐতিহ্যকে কখনোই ধূলিস্যাৎ হতে দিবে না।’

নুরুল হক নুরুর কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করাসহ পুলিশী হামলার কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহত নেতৃবৃন্দের আশু সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD