1. sm.khakon@gmail.com : bkantho :
জনসাধারনের জান মালের নিরাপত্তা সকলের উর্দ্ধে : পুলিশ সুপার ছাইদুল হাসান - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

জনসাধারনের জান মালের নিরাপত্তা সকলের উর্দ্ধে : পুলিশ সুপার ছাইদুল হাসান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে
জনসাধারনের জান মালের নিরাপত্তা সকলের উর্দ্ধে : পুলিশ সুপার ছাইদুল হাসান
বক্তব্য রাখছেন  পুলিশ সুপার ছাইদুল হাসান। ছবিঃ বাংলা কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের নবাগত  পুলিশ সুপার  মো. ছাইদুল হাসান (পিপিএম সেবা) বলেছেন,মাদক কারবারি, স্কুল কলেজে ইভটিজিং,কিশোর গ্যাংসহ কোন অপরাধীদেরকেই ছাড় দেয়া হবে না।  রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নাশকতা, সন্ত্রাস, মাদক,ইভটিজিং, কিশোর গ্যাং, উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা যা করার প্রয়োজন সবই করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ শান্তিতে ঘুমাবেন। আমার কাছে সবার উর্দ্ধে জনসাধারনের জান মালের নিরাপত্তা। পুলিশ জনগনের বন্ধু, জনগনের সেবক আর এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। আমি নিরপেক্ষ ভাবে কাজ করার চেষ্টা করবো।  শনিবার (০৮ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন।

এছাড়া আইন-শূঙ্খলা রক্ষার পাশা পাশি জেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিভাবক  নবাগত পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা)।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম শাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) রোকনুজ্জামান সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম।

এছাড়াও পাঁচ থানার অফিসার ইনচার্জ জেলার ঊর্ধ্বতন অফিসারবৃন্দসহ বিভিন্ন
পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ০৫ জুলাই আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মো. ছাইদুল হাসান (পিপিএম সেবা)।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD