1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে জাতীয় শিশু পুরস্কার আয়োজনে প্রস্তুতি সভা - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

বানিয়াচংয়ে জাতীয় শিশু পুরস্কার আয়োজনে প্রস্তুতি সভা

হবিগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে জাতীয় শিশু পুরস্কার আয়োজনে প্রস্তুতি সভা

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় শিশু পুরস্কার ২০২২ ও ২০২৩ আয়োজনের নিমিত্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদারের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার শামছুল হক,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধন শিক্ষক জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার দাশ ও মোহাম্মদ হাবিবুর রহমান,

ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব, শচীন্দ্র কলেজের প্রভাষক মোঃ জাহির আলম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, আসাদুজ্জামান খান, আবু ইউসুফ, অপূর্ব চন্দ, সুরুজ মিয়া, মোতাব্বির মিয়া, ছানাউল হক রুবেল, সত্য প্রিয় রায় চৌধুরী, সহকারী শিক্ষক আবুল মনছুর তুহিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

শিক্ষা বিষয়ক, সাংস্কৃতিক বিষয়ক ও ক্রীড়া বিষয়কসহ মোট তিনটি বিষয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাকে ভাগ করা হয়েছে। আগামী ১০ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত মোট তিনদিন বানিয়াচং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় ও সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা সম্পন্ন করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD