মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির সাথে চুক্তি প্রায় পাকা লিওনেল মেসির। শেষ মুহূর্তের কথাবার্তা চলছে। জানা গেছে, মেসিকে বেতন হিসাবে বছরে ১৬২৫ কোটি টাকা (বাংলাদেশী মুদ্রা) দেবে আমেরিকার এই ক্লাব। তবে বেতন ছাড়াও ক্লাব থেকে আরো অনেক কিছু পাবেন লিয়ো।
একটি বিদেশী সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, চুক্তির মধ্যে বেতন ছাড়া সই করার জন্য আলাদা টাকা ও ক্লাবের অংশীদারিত্বও দেয়া হবে মেসিকে। যদিও এখনো ক্লাবের সাথে যুক্ত স্পনসরদের কাছ থেকে মেসি কত টাকা পাবেন তা ঠিক হয়নি। ইন্টার মিয়ামির সাথে স্পনসর হিসেবে যুক্ত অ্যাডিডাস, অ্যাপল ও ফ্যানাটিকস। তার মধ্যে আবার অ্যাডিডাসের সাথে মেসির সারা জীবনের চুক্তি রয়েছে। সেই কারণে, স্পনসরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
মেসির সাথে আপাতত ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করতে চাইছে ইন্টার মিয়ামি। তবে তার চুক্তিপত্রে ২০২৬ সালের কথা উল্লেখ থাকবে। অর্থাৎ, মেসি চাইলে চুক্তি এক বছর বৃদ্ধি করতে পারেন। প্যারিস সঁ জরমঁ-র সাথে মেসির চুক্তিতেও এক বছর বৃদ্ধির কথা ছিল। কিন্তু মেসিই আর চুক্তি বৃদ্ধি করতে চাননি।
তবে ডেভিড বেকহ্যাম যখন ২০০৭ সালে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন তখন তার চুক্তিতে লেখা ছিল যে তিনি চাইলে মেজর সকার লিগের কোনো ক্লাবের মালিকানা কিনতে পারেন। সেই মতো পরে ইন্টার মিয়ামিতে মালিকানা রয়েছে বেকহ্যামের। মেসিকে অবশ্য এই সুযোগ দিচ্ছে না ক্লাব।
Designed by: Sylhet Host BD
Leave a Reply