প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বেগম জিয়াকে মুক্তি দিন। তারেক রহমানকে দেশে আসতে দিন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙ্গে দেন। আর তা যদি না করেন তাহলে যে পরিস্থিতির মুখোমুখি হবেন সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, বাংলাদেশে ভয়ঙ্কর ও ভয়াবহ রাজনৈতিক সঙ্কট তৈরি হয়েছে। এমন একটি সঙ্কট থেকে বেরিয়ে আসতে পারেনি বলেই মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন হয়েছে। দেশের জনগণ রক্ত দিয়েছে। লাখ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। এই সঙ্কট থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে। সুষ্ঠু নির্বাচন দিতে পারলেই এই সঙ্কট কেটে যাবে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই দেশবাসী কখনো স্বৈরাশাসক, কর্তৃত্ববাদী শাসকের কাছে মাথা নত করে না। পাকিস্তান আমলেও করে নাই। বাংলাদেশ আমলেও করে নাই ভবিষ্যতেও করবে না।
তিনি বলেন, বাংলাদেশের উপর ভিসা নীতি এসেছে সুষ্ঠু নির্বাচনের জন্য। সাতজন র্যাব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা এসেছিল মানবাধিকারের জন্য লঙ্ঘনের দায়ে। আমাদের পাশের বন্ধু রাষ্ট্র ভারত আমার দেশের জনগণের পক্ষে থাকলে তাহলে কোনো কথা নাই। কিন্তু দেখতে পাচ্ছি তারা নিশিরাতের অবৈধ সরকারকে রক্ষা করার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এটা ভালো বিষয় নয়।
সাবেক এই সংসদ সদস্য বলেন, এমন কোনো জিনিস নাই যার দাম সরকার ৩/৪গুণ বাড়ায়নি। শুধু তাই নয় যারা জাতিসঙ্ঘ শান্তি মিশনে আছে তাদেরকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
দুদু বলেন, আমাদের দাবি হলো দেশনেত্রী বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আসতে দিতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। এই দেশবাসী কখনো স্বৈরাচারী সরকারের পক্ষে ছিল না। এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা চ্যুত করার জন্য সবাইকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন তাতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক নাদিম চৌধুরী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন সরদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজ প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply