বানিয়াচংয়ে শিক্ষায় বঞ্চনা, বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা এবং এসআরএইচআর বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১০ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে মালালা ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হকের সভাপতিত্বে ও এসেড হবিগঞ্জের কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা লিটন সূত্রধর, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেব, শেখ শামছুল হক কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুবাশ্বির আহমদ, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন,
বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম,একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চোকদার, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, মহারত্নপাড়া এসএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব, মুরাদপুর এসএমডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply