বুধবার বেলা ১২টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোশাররফ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মার্ট পরিচয় পত্র বিতরনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, জেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান, লাখাই থানা ওসির প্রতিনিধি এসআই মৃদুল কুমার ভৌমিক, বাহার উদ্দিন, আবুল কাসেম।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউ/ পি সদস্য, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সহ ১১০ জনের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেওয়া হয়।
আগামী ১৮ মে/২৩ থেকে ২৬ জুন ২৩ পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম চলবে।
Leave a Reply