সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে জিহাদ (১০) নামে এক পঞ্চম শ্রেণীর ছাত্রকে জার্সি কিনে না দেওয়ায় পরিবারের প্রতি অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা যায়। নিহত জিহাদ স্বরুপপুর গ্রামের মুন্নাফ আলি ও ঝরনা খাতুনের পুত্র।
জানা যায়, মৃত জিহাদ (১০) তারব বাবা ও মায়ের কাছে ফুটবল খেলার জার্সি কিনে দিতে বললে তারা জানান কয়েকদিন পর পঞ্চম শ্রেণীর পরীক্ষা, পরীক্ষা পরেই জার্সি কিনে দিবে।
কিন্তু জিহাদ আজকে এই জার্সি কিনে দেওয়ার জন্য বায়না ধরে, পরে পরিবারে পক্ষ থেকে জার্সি কিনে না দিলে শোয়ার ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি জড়িয়ে ১৭ই মে (বুধবার) আনুমানিক সকাল ১০ ঘটিকার দিকে ফাঁসি নেয়।
পরিবারের লোকজন জিহাদ কে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখলে আর্তচিৎকার করতে থাকে। আশেপাশের মানুষ জড়ো হয়ে জিহাদ কে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামানোর পর জীবিত মনে করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছে বলে জানা যায়।
এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউইডি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Leave a Reply