1. sm.khakon@gmail.com : bkantho :
শাকিব বুবলীর বিয়ে বিচ্ছেদ নিয়ে ধূম্রজাল - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

শাকিব বুবলীর বিয়ে বিচ্ছেদ নিয়ে ধূম্রজাল

ডেস্ক নিউজ
  • বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে
শাকিব বুবলীর বিয়ে বিচ্ছেদ নিয়ে ধূম্রজাল
শাকিব বুবলীর বিয়ে বিচ্ছেদ নিয়ে ধূম্রজাল। ছবিঃ সংগৃহীত

চিত্রনায়ক শাকিব ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে বিচ্ছেদ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। শাকিবের ভাষ্য, তাদের মধ্যে অনেক আগেই বিয়ে বিচ্ছেদ হয়েছে। বুবলীর সাথে তার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে নায়ক শাকিব খানের এমন মন্তব্যে এবার মুখ খুলেছেন বুবলী। তিনি বলেছেন, শাকিবের সাথে সম্পর্কের ইতি বা ডিভোর্স হয়নি। গেল ঈদে তারা একসাথে থেকেছেন। কিন্তু শাকিব খুব নোংরাভাবে প্রতিনিয়ত হেয় করছেন। শাকিবকে নিয়ে বুবলীর এমন স্টাটাসে সিনেমা পাড়ায় তোলপাড় চলছে।

গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নায়িকা বুবলী। তাতে তিনি বিয়ে বিচ্ছেদের কথা অস্বীকার করে শাকিবকে জীবনটাকে গোছানোর পরামর্শ দেন। সে সাথে কোনো লুকোছাপা করে বাজে কনফিউশন তৈরি না করার অনুরোধ জানান।

বুবলী তার পোস্টে বলেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে। কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমধ্যে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?

‘কিছুদিন পরপর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি! শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই। কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’

ঈদের স্মৃতি স্মরণ করে বুবলী লিখেছেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম। শেহজাদসহ একসাথে ঈদ কাটিয়েছি। গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার (শাকিব) আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন। আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি।’

‘শেহজাদ ছাড়াও কয়েক দিন আগে আমরা এই ঈদ এবং ঈদের পরও একসাথে থেকেছি। টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছুদিন পরপর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর কথা বলে সংবাদ করে ক্ষীণ চিন্তা প্রকাশ করেন’?

‘এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে, শেহজাদ বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন।’

বুবলী শাকিবকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আপনাকে তো কোথাও কখনো অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানাভাবে সাপোর্ট দিয়েছি।’
‘আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পরপর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনো এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয় না।’

‘সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন। তবে মনে রাখবেন, সুপারস্টারডোম জীবনের একটা অংশ, কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গেছে। এখন নিজের জীবনটাকে গোছান, সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল’।

‘এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার। সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো। কিন্তু বিনীত অনুরোধ করব আবারো কোনো লুকোচাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। আর শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।’

এর আগে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের অনলাইনে দেয়া সাক্ষাৎকারে শাকিব জানান, বুবলীর সাথে তাকে কখনো অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তিনি বলেন, বুবলীর সাথে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত।

এর কয়েক মাস আগেও শাকিব খান জানিয়েছিলেন তার দুই সন্তানের মা তার জীবনে অতীত। অপু বিশ্বাসের সাথে বহু আগেই ডিভোর্স হয়েছে। নতুন করে আবার তিনি বললেন রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তিনি বুবলীর সাথে নেই। সেই প্রসঙ্গে শাকিব বলেন, বাস্তবজীবনে বুবলীর সাথে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, সেটাই বলতে চেয়েছি। তার জীবন তার, আমার জীবন আমার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD