আইন শৃঙ্খলার উন্নয়ন, পুলিশি সেবা জনগণের দোরগোড়াই পৌঁছে দেয়াসহ পুলিশ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় হবিগঞ্জ জেলা শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) নির্বাচিত হয়েছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস।
রবিবার (৭ মে ) দুপুরে হবিগঞ্জ জেলাপুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এপ্রিল/২০২৩ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ গুরুত্বপূর্ণ অবদানের শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করেন হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান, বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়েরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর পূর্বে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় কর্মরত থাকা অবস্থায় তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) নির্বাচিত হয়েছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply