1. sm.khakon@gmail.com : bkantho :
ইনাতগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের গাছ কর্তন ॥ এলাকাবাসীর ক্ষোভ - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

ইনাতগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের গাছ কর্তন ॥ এলাকাবাসীর ক্ষোভ

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
  • সোমবার, ৮ মে, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
ইনাতগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের গাছ কর্তন ॥ এলাকাবাসীর ক্ষোভ

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের বড় ৩/৪টি গাছের ডাল অনুমতি ছাড়াই কর্তন করা হয়েছে। ইনাতগঞ্জ বাজার মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল শহিদ ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিলবার হোসেন এবং ইনাতগঞ্জ বাজারের স’মিল ব্যবসায়ী চাও মিয়ার মৌখিক নির্দেশে  রোববার (০৭ মে) সকালে গাছগুলোর বড় ডাল-পালা কর্তন করা হয়েছে।

এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্তনকৃত গাছের ডাল জব্দ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজারে উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের দুই তলা ভবন রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে বেশ কিছু ফলজ ও বনজ গাছ রয়েছে। মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল শহিদ ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান গংরা এসব গাছ থেকে ৩/৪টি গাছের বড় ডাল কর্তন করেছেন।

তবে গাছ কাটার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় বন বিভাগের কোন অনুমতি নেয়নি তারা। এর ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, আমিসহ উপজেলা প্রশাসন বিষয়টি অবগত হয়েছি। একটু সময় লাগবে। অপেক্ষা করেন জানতে পারবেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার বলেন, বিষয়টি জানতে পেরেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD