বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC পুরাতন ঢাকা পূর্ব-পশ্চিম আঞ্চলিক শাখার উদ্যেগে ঢাকায় ৭ এপ্রিল ২০২৩ বিকেলে মানবাধিকার বিষয়ক আলোচনাসভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা
হয়। BHRC ঢাকা পূর্ব-পশ্চিম আন্চলিক শাখার সভাপতি মানবতাবাদি ইসরাফিল হাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিশ্ব বরেণ্য মানবাধিকার কর্মী International Human Rights Commission-IHRC এর International Secretary General এবং BHRC’র প্রতিষ্ঠাতা Dr. Saiful I Dildar।
বিএইচআরসি’র প্রতিষ্ঠাতা ড. সাইফুল ইসলাম দিলদার তার বক্তব্যে উল্লেখ করেন, সকল ধর্মগ্রন্থ যথাক্রমেঃ পবিত্র আল কোরআন, পবিত্র বাইবেল, পবিত্র গীতা এবং পবিত্র ত্রিপিটকে বারবার মানবতার সেবা করার কথা বর্ণিত রয়েছে। তিনি বলেন, আজ থেকে ১৪শত বছর পূর্বে নবী করিম হযরত মুহাম্মদ (স) এর বিদায় হজের ভাষণ, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত সার্বজনীন মানবাধিকার সনদ এবং ১৯৭২ সালে রচিত বাংলাদেশের পবিত্র সংবিধানের বক্তব্য একই। জাতিসংঘের সিদ্ধান্তের চৌদ্দ শত বছর পূর্বে বিদায় হজ ভাষণের এই মানবাধিকার সনদের কথাই বর্ণিত ছিল। ড. দিলদার তার বক্তব্যে আরও বলেন, মুসলমানদের রোজা রাখা মানবদেহের জন্য সুফল বয়ে আনে।
ইতিমধ্যে জাপানের বিজ্ঞানী রোজায় মানুষের দৈহিক উপকারিতার উপর ব্যাখ্যা দিয়ে বিশ্বের সর্বোচ্চ সম্মানিত নোবেল পুরস্কারে বিজয়ী হন। তিনি আরও বলেন, মুসলিম ধর্ম অনুশাসনে প্রতিটি ক্ষেত্রেই মানবাধিকারের বিষয়টি সম্পৃক্ত রয়েছে। যেমন নামাযে মানুষের শারীরিক সুস্থতা, রোজায় বৈজ্ঞানিকভাবে স্বীকৃত মানুষের দেহে রোগ—বালাই থেকে মুক্ত করে, যাকাত মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং হজ মানুষকে স্মরণ করিয়ে দেয় এই পৃথিবীর একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।
বিএইচআরসি’র প্রতিষ্ঠাতা তার বক্তব্যে আরও বলেন, প্রতিটি মুসলমানের জন্য ফরজ আদায় যেমন তার দায়িত্বের কর্তব্যের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে, তেমনি মানবাধিকার প্রতিষ্ঠাও মানুষের ফরজ আদায়ের অংশ বলে বিবেচিত। নামাজ সহ ধর্মীয় আচার—আচরণ পালন যেমন নিজ দায়িত্ব কর্তব্যের অন্তর্ভুক্ত, তেমনি মানুষের জীবদ্দশায় মানবাধিকার কার্যক্রম পরিচালনা করা তার দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে।
ঢাকা পূর্ব-পশ্চিম আন্চলিক শাখার সাধারন সম্পাদক মানবতাবাদি আবু তাহের পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন BHRC’র ডেপুটি গবর্নর এবং ঢাকা মহানগর পশ্চিমের সাধারন সম্পাদক মানবতাবাদি মোস্তাক আহাম্মেদ ভূইয়া, ডেপুটি গবর্নর মানবতাবাদি সৈয়দ আজমূল হক,ঢাকা বিভাগীয় কমিটির নির্বাহী সভাপতি মানবতাবাদি জাহিদ হাসান পলাশ, রূপগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এবং বিশেষ প্রতিনিধি ঢালী মোঃ সুমন মিয়া, বিএইচআরসি’র ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ রুহুল আমিন, ঢাকা মহানগর পশ্চিম শাখার সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল করিম চৌধুরী প্রমুখ।
Leave a Reply