হবিগঞ্জের লাখাইয়ে পথ হারানো এক শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে লাখাই থানা পুলিশ। রবিবার দুপুরে শিশু রিফাত (১০) তার দাদা কেরামত আলীর হাতে তুলে দেওয়া হয়। রিফাতের বাড়ি অষ্ট্রগ্রাম উপজেলার রংপুর হাটির নামক এলাকার। তার বাবার নাম নাসির মিয়া বলে জানাযায়।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )নুনু মিয়া জানান, গত শনিবার রাত্রে বুল্লা বা সিংহ গ্রামের পাশ্বর্তী কোনো এলাকায় স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে পায়, তার ঠিকানা জানতে চাইলে বলতে পারেন নি। তবে তার বাবা সিলেট বন্দর বাজার ফলের ব্যবসা করেন বলে ছেলেটি জানাচ্ছিলেন।
একপর্যায়ে করাব ইউপি সদস্য মুস্তাক আহমেদ কে খবর দেন স্থানীয় লোকজন, পরে শিশুটিকে সেই ইউপি সদস্য লাখাই থানায় হস্তান্তর করেন। পরে লাখাই থানা পুলিশের হস্তক্ষেপে ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে শিশুটির বাড়ি অষ্ট্রগ্রাম রংপুর হাটিতে খবর দেন লাখাই থানা
পুলিশ, খবর পেয়ে শিশুটির দাদা কেরামত আলী থানায় আসলে তার নিকট শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়। শিশুটির দাদা লাখাই পুলিশ ও লাখাইবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে তথ্য পাওয়া যায়।
Leave a Reply