হবিগঞ্জের বানিয়াচংয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা প্রশাসন ও এসেড হবিগঞ্জের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এনজিও মালালা ফান্ড’র সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা মোঃ শামছুল হক। বক্তব্য রাখেন. বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানহাসিনা
আক্তার, এসেড হবিগঞ্জের কর্মসূচী প্রধান জামিল মুস্তাক, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনোয়ার হোসেন, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের প্রমুখ।
এছাড়া উপজেলা হিসাব রক্ষণ অফিসার লিটন চন্দ্র সুত্রধর, একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ,পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত কুমার দেব, তথ্যসেবা অফিসার নুপুর রাণী দেবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply