
হবিগঞ্জের লাখাইয়ে যতাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – ২০২৩। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ঘটে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা উপজেলা সরকারি,
প্রতিষ্ঠান,সরকা আধাসরকারী, স্বায়ত্তশাসিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ও কৃষ্ণপুর বধ্যভূমিতে উপজেলা পরিষদ,
উপজেলা প্রশাসন, লাখাই প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য
নিবেদন করেন।
পরে দুপুর ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা’র সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও আলেয়া বেগম, লাখাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া, কৃষি কর্মকর্তা মইন উদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালাহ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, শহীদ পরিবারের সদস্য গাজী শাহজাহান চিশতি, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জ্যোতি রন্জন সিনহা , উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আব্দুল মতিন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন গোলাম হায়দার মবিন, গীতা পাঠ করেন গৌতম রায়।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অংশ হিসাবে উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্টিত পুলিশ, আনসার, ভিডিপি,বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।
Leave a Reply