নবীগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার বড় ভাকৈর ( পূর্ব) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সময় তিনি শিক্ষার্থীদের মাদকমুক্ত জীবন গড়তে প্রতিটি বিদ্যালয়ে সচেতনামুলক সভার পাশাপাশি মাদক বিরোধী কমিটি গঠনের উপর জোর দেন। এছাড়া সন্তানরা কি করে সে বিষয়ে অভিভাবকদের নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার এর সভাপতিত্বে উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,সহকারী কমিশনার( ভূমি) শাহীন দেলোয়ার,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা প্রমুখ।
Leave a Reply