1. sm.khakon@gmail.com : bkantho :
হবিগঞ্জে দেশ রূপান্তরের জন্মদিন পালিত - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে দেশ রূপান্তরের জন্মদিন পালিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
হবিগঞ্জে দেশ রূপান্তরের জন্মদিন পালিত

আলোচনা সভা ও কেক কাটা মধ্য দিয়ে হবিগঞ্জে দৈনিক দেশ রূপান্তরের ৪র্থ বর্ষ পুর্তি পালিত হয়েছে। রবিবার (১২মার্চ) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলণায়তনে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোতাচ্ছিরুল ইসলাম,ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি শামসুল হুদা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সভাপতি প্রদীপ দাশ সাগর। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী।

বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুজ জাহের, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, প্রবীন সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্টানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজীদ সরদারসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আলোড়ন সংবাদ পরিবেশন করে অল্প দিনের মধ্যেই দেশ রূপান্তর পাঠকের মনে সারা জাগিয়েছে। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা তাই শুধু নেতিবাচক সংবাদ নয়, ইতিবাচক সংবাদ পবিশেন করে সমাজ ও দেশের কল্যানে কাজ করতে হবে।

একই সাথে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সমাজে বিদ্যমান দুর্নীতির চিত্র জনগন ও সরকারের কাছে তুলে ধরারও আহবান জানান তারা।

আলোচনা শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের ও গোলাম মোস্তাফা রফিককে কেক কেটে মুখে তুলে দেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD