যুগপৎ আন্দোলনের অংশহিসেবে আগামী ১১মার্চ ২০২৩ শনিবার সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য-বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কেন্দ্রীয় বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানাগেছে।
এদিকে বিদ্যুতের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদে ও বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে যুগপৎ আন্দোলনের অংশহিসেবে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র আয়োজনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এমানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে এশিয়ান বার্তা টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। তিনি আরো জানিয়েছেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ এর সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র নিজ জেলার মাটিতে অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমানববন্ধন কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply