1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ উদযাপন - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ উদযাপন

হবিগঞ্জ প্রতিনিধি
  • বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ উদযাপন
প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি মজিদ খান। পাশে অতিথিবৃন্দ। ছবিঃ বাংলা কণ্ঠ

হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ ২০২৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্বশাসিত এবং বে-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল ১০ ঘটিকায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ৭ মার্চের ভাষন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপস্তিত বক্তৃতা অনুষ্ঠিত হয়।

বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিপুল ভূষন রায়,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, আনুয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, মডেল প্রেসক্লাব সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জল প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে  আব্দুল মজিদ খান এমপি বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন এক অবিসংবাদিতও মানবতাবাদী নেতা। তিনি পাকিস্তানের ২৩ বছরের দুঃশাসন, স্বজনপ্রীতি ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন।
ফলে মাত্র ৯ মাসের মধ্যে পৃথিবীর ইতিহাসে লাল সবুজের বাংলাদেশের উদ্ভব ঘটে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু সুদীর্ঘকাল জেল খেটেছেন। দুঃসাহিক এই নেতাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। সেই মহান নেতাকে স্ব-পরিবারের হত্যা করেছিল বিশ্বাস ঘাতকরা। আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা ও সকল শহীদদের স্মরণ করছি। স্মরণ করছি ২ লাখ সম্ভ্রমহারা ২ লাখ মা-বোনকে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD