1. sm.khakon@gmail.com : bkantho :
সাংবাদিক ও আইনজীবী আব্দুল হাই এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

সাংবাদিক ও আইনজীবী আব্দুল হাই এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স

এম এ মজিদ, হবিগঞ্জ
  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
সাংবাদিক ও আইনজীবী আব্দুল হাই এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স

হবিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল হাই এর মৃত্যুতে বৃহস্পতিবার ফুলকোর্ট রেভারেন্স অনুষ্টিত হয়। সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলামের সভাপতিত্বে ফুলকোর্ট রেভারেন্সে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকগন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজগন, জুডিসিয়াল বিচারিক কাজে নিয়োজিত বিচারকগন, দেওয়ানী আদালতের বিচারকগন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক উপস্থিত ছিলেন।

রেভারেন্স পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল। এতে বিচারকগনের পক্ষে শোক প্রস্তাব পাঠ করেন জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, আইনজীবীগনের পক্ষে শোক প্রস্তাব পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। ফুলকোর্ট রেভারেন্সে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এডভোকেট আয়াতুল ইসলাম, বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এডাভোকেট সালেহ আহেমদ, সাবেক সভাপতি মনজুর উদ্দিন শাহিন, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রুহুল হাসান শরিফ।

দোয়া পরিচালনা করেন এডভোকেট মোঃ আতাউর রহমান। এডভোকেট মোঃ আব্দুল হাই ১৯৭৮ ইং সনে হবিগঞ্জ বারে আইনজীবী হিসাবে যোগদান করেন। দীর্ঘ ৪৫ বছর তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবেও তিনি দায়িত্ব পালণ করেন। ডেইলী স্টারসহ বেশ কয়েকটি ইংরেজি দৈনিক পত্রিকায় তিনি হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেন। ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক আব্দুল হাই ছিলেন মৃদুভাষী এবং ধর্মপরায়ন।

দুপুর সাড়ে ১২টায় আইনজীবী সমিতির হলরুমে শোক সভায় আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর ২টায় কোর্ট প্রাঙ্গনে জানাযার নামাজে বিচারকগন, আইনজীবীগন ও শহরের গন্য মান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। বাদ আসর হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর গ্রামে ওসিয়ত অনুযায়ী মরহুমের শশুরের কবরস্থানের পাশে তাকে দাফন করা হয়। মরহুম আব্দুল হাই এর বাড়ি বানিয়াচং উপজেলা সদরে।

 

এম এ মজিদ, হবিগঞ্জ ২ মার্চ ২০২৩ ইং
০১৭১১-৭৮২২৩২

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD