1. sm.khakon@gmail.com : bkantho :
হ‌বিগঞ্জ জেলা রোভার ও হ‌বিগঞ্জ জেলা স্কাউটস প‌রিদর্শন ও মত‌বি‌নিময় অনু‌ষ্ঠিত - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

হ‌বিগঞ্জ জেলা রোভার ও হ‌বিগঞ্জ জেলা স্কাউটস প‌রিদর্শন ও মত‌বি‌নিময় অনু‌ষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
হ‌বিগঞ্জ জেলা রোভার ও হ‌বিগঞ্জ জেলা স্কাউটস প‌রিদর্শন ও মত‌বি‌নিময় অনু‌ষ্ঠিত

হ‌বিগঞ্জ জেলার স্কাউটিং কার্যত্রম গ‌তিশীলতা আনয়‌নে হ‌বিগঞ্জ মুক্ত স্কাউট এ ২৫ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ তা‌রি‌খে এক মত‌বি‌নিময় অনু‌ষ্ঠিত হয় । জেলা রোভা‌রের এবং জেলা স্কাউটস এর কার্যক্রম উপস্থাপনা ক‌রেন যথাক্রমে জেলা রোভা‌রের ক‌মিশনার এড‌ভো‌কেট মোহাম্মদ আব্দুল কায়ুম এবং জেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক স্ব‌দেশ চন্দ্র দাশ ।
জেলা রোভা‌রের ব‌্যবস্থাপনায় আগামী মা‌সে সাইকেল ক‌্যাম্প এর বিষ‌য়েও মত‌বি‌নিময় সভায় অব‌হিত করা হয়।
জেলা স্কাউটস ২০২২-২৩ অর্থবছ‌রে ক‌্যা‌লেন্ডার অনুসা‌রে বি‌ভিন্ন ধর‌নের প্রোগ্রাম বাস্তবায়ন ক‌রে আস‌তে‌ছে । হ‌বিগঞ্জ জেলায় মোট নয়‌টি উপ‌জেলা র‌য়ে‌ছে । উক্ত উপ‌জেলাগু‌লো‌তে চলমান অর্থবছ‌রে ৫‌টি স্কাউট ও‌রি‌য়ে‌ন্টেশ কো‌র্স, ৪‌টি উপদল নেতা কোর্স, ২‌টি গার্ল ইন স্কাউটস উপদল নেতা কোর্স , ৩‌টি ষষ্ঠক নেতা কোর্স, ৯‌টি উপ‌জেলা কাব ক‌্যাম্পুরী , বৃক্ষ‌রোপন কর্মসূচী , প‌রিচ্ছন্নতা অ‌ভিযান লক্ষমাত্রা নির্ধারণ করা হ‌য়ে‌ছিল ।

লক্ষ‌্যমাত্র অনুয়ায়ী ৩‌টি ও‌রি‌য়ে‌ন্টেশন কোর্স ৩‌টি স্কাউট উপদল নেতা কোর্স, ১‌টি গার্ল ইন স্কাউটস উপদল নেতা কোর্স, ১‌টি ষষ্ঠক নেতা কোর্স , ৩‌টি উপ‌জেলা কাবম্পুরী বাস্তবায়ন করা হ‌য়ে‌ছে এবং ৩‌টি উপ‌জেলা কাব ক‌্যাম্পুরী চলমান র‌য়ে‌ছে । তাছাড়াও বি‌পি দিবস ও বাংলা‌দেশ স্কাউট দিবস ও স্কাউটস ওন বাস্তবায়ন করা হ‌য়ে‌ছে ।

উক্ত মত‌বি‌নিময় সভায় বক্তব‌্য প্রদান ক‌রেন হ‌বিগঞ্জ সদর উপ‌জেলার ইউআর‌সি ইন্সট্রাক্টর জনাব জা‌হির মিয়া তালুকদার উডব‌্যাজার । তি‌নি কাবস্কাউটিং গ‌তিশীলতা আনয়‌নে বি‌ভিন্ন দিক তো‌লে ধ‌রেন । হ‌বিগঞ্জ সদর উপ‌জেলার ১১৫ টি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে কাবস্কাউটিং সম্প্রসার‌ণে এবং গ‌তিশীল কর‌তে নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন ।

তি‌নি ব‌লেন , হ‌বিগঞ্জ সদর উপ‌জেলায় যোগদা‌নের পরপর ই জেলা ও উজেলা স্কাউটস এর সহ‌যো‌গিতায় কাব স্কাউট কার্যক্রমে ১১৫ টি বিদ‌্যাল‌য়েই গ‌তিশীল হ‌য়ে উঠেছে । প্রতি সপ্তা‌হে উল্লেখ‌যোগ‌্য সংখ‌্যক বিদ‌্যাল‌য়ে সাপ্তা‌হিক প‌্যাক মি‌টিং শুরু হয়ে‌ছে ।

তার উদ্যো‌গে বি‌ভিন্ন ইউনি‌টে স্কাউটস ওন সহ‌বি‌বি‌ভিন্ন প্রোগ্রাম বাস্তবা‌য়িত হ‌চ্ছে । তি‌নি নিজ উদ্যো‌গে শাপলা কাব অ‌্যায়ার্ড পরীক্ষার্থী‌দের জন‌্য বি‌শেষ প্রশিক্ষ‌ণের ও ব‌্যবস্থা ক‌রেন ।

উক্ত মত‌বিনিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ স্কাউটস এর ভারপ্রাপ্ত জাতীয় ক‌মিশনার প্রোগ্রাম জনাব আব্দুল্লাহ আল মামুন এল‌টি , হ‌বিগঞ্জ জেলা স্কাউটস এর দা‌য়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এবং বাংলা‌দেশ স্কাউটস এর উপজাতীয় ক‌মিশনার ফাউন্ডেশন জনাব মোহাম্মদ জুনা‌য়েদ আহ‌ম্মেদ এল‌টি , অস্টগ্রাম এর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব হারুনুর রশীদ সাগর এ এল‌টি, বাংলা‌দেশ স্কাউটস মেীলভীবাজার ও হ‌বিগঞ্জ জেলার দা‌য়িত্ব প্রাপ্ত সহকারী প‌রিচালক জনাব আবে হায়াত হাসান , হ‌বিগঞ্জ মুক্ত স্কাউট এর সহসভাপ‌তি ও জেলা রোভা‌রের সহ‌যো‌জিত সদস‌্য জনাব এম এ কাইয়ুম চৌধুরী শাহীন , পিএস জনাব আল আমিন উডব‌্যাজার এবং স্কাউট ও রোভার ।

ভারপ্রাপ্ত জাতীয়ক‌মিশনার প্রোগ্রাম ব‌লেন , “যুব সমা‌জের জন‌্য স্কাউটিং তাই যত বেশী প্রোগ্রাম বাস্তবায়ন করা যা‌বে ততই স্কাউটিং কার্যক্রম সম্প্রসা‌রিত হ‌বে । ”

জাতীয় উপ ক‌মিশনার ফাউন্ডেশন ব‌লেন, “যত বেশী প‌্যাক মি‌টিং , ট্রুপ মি‌টিং ও ক্রুমি‌টিং বাস্তবায়ন করা হ‌বে তত বেশী শাপলা কাব অ‌্যাওয়ার্ড, প্রেসি‌ডেন্ট স্কাউট অ‌্যাওয়ার্ড এবং প্রেসি‌ডেন্ট রোভার স্কাউট অ‌্যাওয়ার্ড তৈরী করা যা‌বে ।”

বাংলা‌দেশ স্কাউটস হ‌বিগঞ্জ জেলায় রোভা‌রিং ও স্কাউটিং সম্প্রারণ কার্যক্রম আরো বেশী গ‌তিশীল হ‌বে ব‌লে মত‌বি‌নিময় সভায় বক্তারা আশাবাদ ব‌্যক্ত ক‌রেন । জাতীয় ক‌মিশনার হ‌বিগঞ্জ জেলা রোভার ও হ‌বিগঞ্জ জেলা স্কাউটসের কার্যক্রমে স‌ন্তোষ প্রকাশ ক‌রেন ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD