নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উপজেলা লোকনাথ সেবাসংঘের উদ্যোগে ৪ দিনব্যাপী লোকনাথ ব্রম্মচারীর ২৩ তম পাদুকা উৎসব শুক্রবার বিকালে শুরু হয়েছে। শ্রীমদভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে উৎসবের শুচনা করা হয়েছে। এতে গীতাপাঠ করেন সুনামগঞ্জের শ্রী মহানাম ব্রত চক্রবর্ত্তী লিটন,শ্রী অজিত কুমার দাশ,শ্রী সঞ্জয় দাশ।
পরে শুভ অধিবাসকৃত্য প্রদান করেন, শ্রী সঞ্জয় দাশ। উপজেলা লোকনাথ সেবা সংঘের উৎসব কমিটির সভাপতি সাধন চন্দ্র দাশ এবং সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টুর সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ,সুবিনয় কর,উপজেলা হিন্দু
বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,দিলীপ বনিক,রঞ্জু দাশ,প্রজেশ রায়, নীলকণ্ঠ সুত্রধর, সুজিত পাল,বিষ্ণুপদ আচার্য্য,চারু দেব,পরিতোষ বনিক,হিমাংশু দত্ত,রিপন দেব,বিপুল দাশ সহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।
১২ ফালগুন ১৬ প্রহরব্যপী লীলা কীর্তনে কীর্তন পরিবেশন করবেন ভারতের সুষেন বৈদ্য,সুনামগঞ্জের মিন্টু সরকার,সুবোধ দাশ বাচ্চু,নবীগঞ্জের সঞ্জয় কৃষ্ণ দাশ,শ্রীমতি সাগরিকা দাশ। এতে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করছেন সংগঠনের লোকজন।
Leave a Reply