সাত বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ঢাকা এসেছে ইংল্যান্ড দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা।
এ সময় বিসিবির পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। পরে দু’টি দলে ভাগ হয়ে ক্রিকেটাররা হোটেলের উদ্দেশে রওনা দেন।
জানা যায়, আগামী ১ মার্চ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজ। এছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ মাঠে গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সিরিজটি শেষ হবে।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে গত ২ ফেব্রুয়ারি দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাদা বলের ক্রিকেটে দলটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রেহান আহমেদ।
এই সিরিজে ইংলিশদের নেতৃত্ব দিবেন জস বাটলার। দলে রয়েছেন মঈন আলিস, ডেভিড মালান, আদিল রশিদ মার্ক উড প্রমুখ। এছাড়া পেসার জোফরা আর্চারও রয়েছেন দুই সংস্করণের স্কোয়াডে।
এদিকে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে পরিচিত মুখ সবাই রয়েছেন। লিটন, সাকিব, মাহমুদ উল্লাহর পাশাপাশি রয়েছেন আফিফ, তাসকিন, এবাদতরাও।
তবে ভারত সিরিজে খেলা ইয়াসির আলী, নাসুম আহমেদ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply