নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ জোয়ার আসর থেকে নগদ টাকাসহ জুয়েল (২৫) নামে এক জোয়ারীকে গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর উপজেলার খাঁনপুর গ্রামের ছেরাগ আলীর পুত্র।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইনাতগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। এ সময় জোয়ার আসর থেকে নগদ ১৭০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
ঘটনাস্থল ইনাতগঞ্জ বাজারে হলেও জগন্নাথপুর অংশ পড়ায় স্কট পার্টির মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়।
অপরদিকে গত বুধবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আবু বাককর গোপন সংবাদের ভিত্তিতে তিন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী রিপন মিয়া(৩৫) কে গ্রেফতার করেছে। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের মত জালাল মিয়ার পুত্র।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply