নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় দিন দুপুরে ছাগল চুরি করার সময় ৪ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো বাহুবল উপজেলার পুটিজোড়ি ইউনিয়নের সোদচর গ্রামের মৃত গেদু মিয়ার পুত্র আহমদ আলী( ৩০),একই গ্রামের আব্দুর রশিদের পুত্র জুবেদ মিয়া(৩৪),সোদচর গ্রামের তালেব মিয়ার পুত্র মেরাজ মিয়া(২৫), চপমন্ডল কাতল গ্রামের তাজ উল্লার পুত্র কছরু মিয়া(৩০),
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,উল্লেখিত ৪জন ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ডের সাউথপ্যাড এলাকায় সিএনজি (অটোরিকশায়) যোগে এসে হাওরে থাকা কয়েকটি ছাগল আটক করার চেষ্টা করে। এ সময় স্থানীয় করিমপুর গ্রামের ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে ছাগল ধরার কারণসহ বাড়ি কোথায় জানতে চায়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সিএনজিসহ তাদের আটক করে উত্তম মধ্যম দেন।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply