নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম জন্মোৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে ১১ফেব্রুয়ারী শনিবার রাতে শেষ হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে ছিল ১০ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে টিত্রাংকন প্রতিযোগীতা,সমবেত প্রার্থনা, ১২ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা,১০ টায় গরীব দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরন, দুপুর১২ টায় চট্টগ্রামের লীলা কীর্তনীয়া মৃনাল কান্তি দাশের পরিবেশনায় ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন,বিকাল ৪ টায় মানবকল্যানে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের বাণী,জীবন দর্শন ও আচার্য্যবাদ আলোচনা ও পুরস্কার বিতরন।
এসপিআর নিরঞ্জন নেপালের সভাপতিত্বে এবং উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও মৃম্ময় কান্তি দাশ বিজনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন, কুলাউড়ার মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য্য। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী,সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এসপিআর আশোতোষ দাশ, এসপি আর নিশকান্ত দাশ,এসপি়আর গুনসিন্ধু চক্রবর্ত্তী,এসপিআর রতন চন্দ,এসপিআর সুকুমার দাশ,এসপিআর নিখিল সুত্রধর,এসপিআর,গিরিন্দ্র চন্দ্র দাশ,জেলা খাদ্য অফিসার মনোজ কুমার দাশ চৌধুরী, হবিগঞ্জ জেলা সৎসঙ্গের সভাপতি এডভোকেট পরিতোষ চৌধুরী,সাধারন সম্পাদক সুনীল চন্দ্র দাশ,যাজক বরুন সরকার, নিরেশ চন্দ্র দাশ, সুধাংশু তালুকদার প্রমূখ।
অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ পৌরসভার মেযর ছাবির আহমদ চৌধুরী, গোবিন্দ জিউড় আখড়ার সেবায়েত সুধাম বৈষ্ণব,লক্ষীপ্রিয়া বৈষ্ণবী,আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা পুজ উদযাপনের সহ সভাপতি গৌতম রায়, আখড়া কমিটির সাধারন সম্পাদক বিধান ধর, পৌর কাউস্নিলর যুবরাজ গোপ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ,সাবেক প্যানেল মেয়র এটি এম সালাম,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন,উপজেলা তাতীলীগের আহবাযক ফারুক মিয়া,আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, মৃনাল কান্তি রায় মিনু, উপজেলা রামকৃষ্ণ সংঘের অশোক তরু দাস,উৎপল চৌধুরী পান্না,প্রমথ চক্রবর্ত্তী বেনু,মন্টু লাল আচার্য্য, অজিত কুমার দাশ, বাদল রায়, প্রজেশ রায় নিতন, নিতেশ রায়, চারু দেব, উত্তম কুমার রায়,
প্রশান্ত দাশ গুপ্ত খোকন , দিপক পাল,লিটন দেবনাথ,বিষ্ণুপদ রায়,পার্থ কুমার পাল,সাধন চন্দ্র দাশ,রঞ্জু দাশ, সঞ্জয় দাশ, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,, পবিত্র বনিক, পৃথেশ টৌধুরী,শিক্ষক তপন পাল,শিক্ষক সজল চন্দ্র দাশ,,সুজিত পাল,রন্টু দাশ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাশ,সাংবাদিক অঞ্জন রায়, উপজেলা সৎসঙ্গের উপদেষ্টা তাপস বনিক, সহ সভাপতি রশময় শীল, শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর,শিক্ষক সুব্রত দাশ,শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, নরেশ দাশ, যুগ্ম সম্পাদক অঞ্জন পুরকায়াস্থ, রতিশ দাশ,,নারায়ন সরকার, শংকর গোপ, সঞ্জয় কুমার ধাম, সজল চন্দ্র দেব, নিতেশ দাশ,প্রদীপ দাশ,শংকর শীল,আনন্দ নিকেতনের সভাপতি দীপঙ্খর ভট্টাচার্য দেবুল,শৈলেশ দাশ, গোপেন শীল, দিপন দাশ, নয়ন দাশ, নিরজ দাশ, বিপুল দাশ, হৃদয় শীল সহ সৎসঙ্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উৎসবে ৩৬ জন সৎনামে দীক্ষা গ্রহন করেন।
শেষে রাত ৮ টায় উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী বন্যা তালুকদার ও চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধর,নরেশ দাশ,মুন্নী দাশ,তন্বী দাশ,নারাযন সরকার,প্রদীপ দাশ,সৌমিক ধাম,সিজিতা দাশ সিথি,শুভশ্রী পাল সেজুতি,বিভা রানী দাশসহ স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্টানে চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী বন্যা তালুকদার বেশ প্রশংসা কুড়িয়েছেন এবং দর্শক শ্রোতাদের মাতিয়েছেন।
Leave a Reply